• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

নারী অপহরণ মামলায় একজনের ১৪ বছরের সাজা 


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৭:৫২ পিএম
নারী অপহরণ মামলায় একজনের ১৪ বছরের সাজা 

মাগুরায় নারী অপহরণ মামলার রায়ে বকুল হোসেনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ মার্চ) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাব্যুনালের বিজ্ঞ বিচারক প্রণয় কুমার দাশ এ রায় ঘোষণা করেন। বকুল মাগুরার মহম্মদপুরের উড়ুড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন ট্রাব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক জানান, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর বুধবার সকালে মামলার বাদী নাসিরুল ইসলামের স্ত্রী নাইমা আক্তার মাগুরা শহরের ভায়না মোড় থেকে বাড়ি ফিরছিলেন। পথে বকুল হোসেন মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তাকে।

অপহরণের পরে নাসিরুল মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামি বকুল হোসেন পলাতক রয়েছেন। ভিকটিম নাইমা আক্তার এখনো উদ্ধার হয়নি।

Link copied!